সংসদের বাইরে থাকা প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের জন্মদিনেও প্রাণহীন সংগঠনটি। মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কয়েকটি গ্রুপের তৎপরতার কারণে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি (সোমবার) পালনে তেমন কোনো উচ্ছ্বাস নেই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে। এমনকি জন্মদিন পালনের বিষয়ে গুটি কয়েক নেতা ছাড়া অনেকের কাছেই কোনো খবর নেই বলেও অভিযোগ করেছেন অনেক দায়িত্বশীল ছাত্রদল নেতা।
আলাপকালে একাধিক ছাত্রদলের নেতা বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটির নেতৃত্বেই এবারও সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। তাই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করছি।
ছাত্রদল সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কাটেননি বেগম খালেদা জিয়া। এমনকি সংগঠনের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়েও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কোনো আয়োজন হয়নি।
এদিকে, সংগঠনের সভাপতি রাজিব আহসান জানিয়েছেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দলীয় প্রধান কেক নাও কাটতে পারেন। তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সোমবার ৩টায় দলের নেতাকর্মীদেরকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেখানে ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মীরা থাকবে না বলে জানা গেছে।
তবে আগামীকাল ২ জানুয়ারি রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ ছাত্রদলের কমিটির কারণেই শুধু মাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের কিছু পকেট নেতারা জিয়াউর রহমানের মাজারে যেতে পারেন।
১৯৭৯ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Socialize