দক্ষিণ সুরমা কলেজে হামলায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

দক্ষিণ সুরমা কলেজে হামলায় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে মামলা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে বিক্ষোভ ও হামলার ৬দিনের মাথায় রোববার বিকেলে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের নির্দেশে অফিস সহকারী মনরাজ কান্তি চৌধুরী এ মামলা {নং-২১(১২)১৭} করেন। মামলায় কলেজ ছাত্র ও দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহহমান সানি, ছাত্রলীগ কর্মী লাভলু,নাঈম, তানিম ও শিমুলকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও ২০জনকে আসামী করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, কলেজ বন্ধ থাকাবস্থায় গত ২৬ডিসেম্বর বেলা ১টায় ১৫/২০জন ছাত্র নামধারী কলেজ অফিসে অকস্মাৎ প্রবেশ করে। তারা এইচএসসি টেস্ট পরীক্ষার মার্কসীট তলব করে। এসময় অফিসে কর্মরত শিক্ষক-কর্মচারীরা কলেজ অধ্যক্ষ ছুটিতে এবং মার্কসীট পরীক্ষা কমিটির কাছে বলে জানান। একথা বলার পরও কলেজ অফিসে সশস্ত্র হানা দিয়ে টেবিলে রাখা টেস্ট পরীক্ষার ফলাফল ফাইল এবং স্টীল আলমিরায় রাখা উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০১৭সনের মার্কসীট, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এসএসসি পাসের মূল মার্কসীটসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল ছিনিয়ে নেয়।

এরপর ভয়ভীতি দেখিয়ে শিক্ষক কর্মচারীদের বের করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলেজের ফাইলপত্র উদ্ধার করেন। মামলায় কলেজ অফিসে অনধিকার প্রবেশ, ফাইলপত্র লুট সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages