সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার আদর্শ একটি গ্রাম বিবিদইল। এই গ্রামের প্রবাসী তরুণদের সংগঠন “মানবতার বাতিঘর ফাউন্ডেশন”। সেচ্চাসেবী এই সংগঠনের উদ্যোগে বদলে গেছে বিবিদইল গ্রামের একাংশের সামগ্রিক দৃশ্যপট।
স্থানীয় সরকার, এলাকার একঝাঁক প্রবাসী তরুণ সেচ্ছাসেবী উদ্যোক্তার পরিকল্পনায় গ্রামটি শহরের রুপ ধারনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বিবিদইল গ্রামের (দক্ষিন পাড়া) জনসাধারনের যাতায়াতের সুবিধার্তে লাগানো হয়েছে সড়কবাতি। এছাড়াও আশে পাশের কয়েকটি অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মনবতার বাতিঘর ফাউন্ডেশন।
গ্রামের মানুষ দেশ বিদেশ যেখানেই রয়েছেন, সবাই আর্থিক ভাবে উন্নয়ন কাজে পাশে দাঁড়িয়েছেন, সংগঠনের পক্ষ হতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে পর্যায়ক্রমে বিবিদইল গ্রামের সব সড়কে সড়কবাতি লাগানো আশা ব্যাক্ত করেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ