সেহরি ও ইফতারের সময়সূচি – ২০১৯ (বাংলাদেশ) - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সেহরি ও ইফতারের সময়সূচি – ২০১৯ (বাংলাদেশ)

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পবিত্র রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস। এটি সংযমের মাস। এই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ সাওম পালন করে থাকেন। রমজান মাসে সাওম বা রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানগণ ঈদুল-ফিতর পালন করে থাকেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে ৭ বা ৮ মে। সে হিসাবে ৭ মে রমজান শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সাহরি ও ইফতারের সময়সূচি তৈরি করেছে।

সময়সূচি অনুযায়ী, ৭ মে প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

বাংলাদেশের বিভিন্ন এলাকার জন্য সেহরি ও ইফতারের সময়সূচী (হিজরী ১৪৪০, ইংরেজি ২০১৯) তুলে ধরা হল।
পিডিএফ আকারে ইসলামিক ফাউন্ডেশনের এ সংক্রান্ত পুরো ডকুমেন্টটি পেতে এখানে ক্লিক করুন
সূত্রঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

romjan+calander+2019
**শুধু মাত্র সিলেট জেলার জন্য

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages