দর্শক মাতাচ্ছে ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দর্শক মাতাচ্ছে ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট’

Share This


উপভোগ্য সব খেলা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখছে দক্ষিণ সুরমার লালাবাজারে চলমান ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। শুক্রবার (৩ মার্চ) এ টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক দিনই টান টান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের উপহার দিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিম। 

এছাড়াও প্রতিদিনের খেলার উদ্বোধনী ও ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন টুর্নামেন্টের আয়োজকরা। শুক্রবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়নের করসনা জামে মসজিদের মুতাওয়াল্লি মাখন খাঁন। 


মেহেদী হাসান মোহনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খাঁন, লালাবাজার কিন্ডারগার্ডেনের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, সিলাম ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মুজাম্মিল আহমদ, তরুণ সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা লায়েক আহমদ জিকু, সাবেক ছাত্রনেতা মো. আমিনুল ইসলাম আনহার এবং লালাবাজার মাইক্রোবাস শাখার সভাপতি মাখন মিয়া। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাহেদ আহমদ, নাজমুল হুধা তারেক, খায়রুল ইসলাম সুমেল, বুলবুল আহমদ, হুমায়ুন আহমদ, ফাহিম আহমদ ও মিলাদ আহমদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর পর্দা উঠে। লালাবাজার ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলাটি চৌধুরী একাদশ শাহসিকন্দার ও দিশারী সমাজকল্যাণ সংঘ চান্দাই-এর মধ্যে অনুষ্ঠিত হয়। এর মধ্যে চৌধুরী একাদশ শাহসিকন্দার টিম ৪-০ শূন্য গোলে জয়লাভ করে।

খেলা পরিচালনা করছেন আক্কাস উদ্দিন আক্কাই। সহকারী হিসেবে আছেন কাওছার আহমদ ও গিয়াস উদ্দিন।

লালাবাজার ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘লালাবাজার ইউনিয়ন কাপ যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: