সিলেটে বিভাগে আরও দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষায় দুইজনের ফলাফল পজেটিভ আসে।
দুইজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, ওসমানীতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ বাকিদের নেগেটিভ এসেছে।
জানা গেছে, নতুন করে একজন পুরুষ ও একজন নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের দুজনের একজনের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে অন্যজনের বাড়ি লাখাইয়ে। আক্রান্ত নারী লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, জেলার আরও দুইজন করোনা ভাইরাসে আাক্রান্ত হয়েছেন। এএরমধ্যে একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স অন্যজন আমিরীগঞ্জ উপজেলার একজন পুরুষ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন