সিলেটের দক্ষিণ সুরমায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) উপজেলার লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নারীর নাম লাকি রানি নাথ (২৩)। তিনি এক সন্তানের জননী।
জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর গ্রামের ওমর দেবনাথের স্ত্রী লাকি রানি নাথের ঝুলন্ত মরদেহ সকালের দিকে নিজ ঘরে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমার একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ