রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত সাকিব আল হাসান।
সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এ তারকা। সেখানকার শরণার্থীদের সহায়তায় সবাইকে কাজ করার আহ্বান জানান।
ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি, তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।
তিনি আরো যোগ করেন, আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে শিশু এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।
এদিকে, রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের জরুরি ত্রাণসামগ্রীবাহী প্রথম চালানটি রোববার কোপেনহেগেন থেকে উড়োজাহাজে করে ঢাকায় পৌঁছেছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
২৪ আগস্ট রাখাইনে কয়েকটি নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত হন।
এর জের ধরে সরকারি বাহিনী রাখাইনের গ্রামগুলোতে সেনা অভিযান শুরু করে। এতে নারী, শিশুসহ নির্দোষ অনেকেই হতাহত হন। গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়া হয়। বাধ্য হয়ে সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিতে থাকেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মতে এ পর্যন্ত ৪ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের উপকূলে অবস্থান নিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন