সাধারণত ক্রিকেটে ভদ্র লোকের খেলা বলা হয়। আর ভদ্র মানুষদের কল্যাণে খেলাটিকে এখনো সবাই সম্মানের চোখে দেখে। শুধু তাই নয় এখন এমন কিছু প্লেয়ার আছেন বিশ্বব্যাপী বেশ সম্মানিত। তারা দেশ কিংবা জাতগত তারতম্যের কারণে দল সমর্থনে ভিন্নতা থাকলেও প্লেয়ার হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত। তাদের মধ্যে রয়েছে মাশরাফি-সাকিব। পাশি-পাশি হাশিম আমলা-টেন্ডুলকার। তারা সব বাধা মুক্ত থাকে জাত-ধর্মগত বৈষম্য থেকে।
এমন ১৮ জন জেন্টালম্যান প্লেয়ারের তালিকা দেয়া হয়। যারা কিনা বিশ্বব্যাপী সমানভাবে পছন্দের। এককথায় বলতে গেলে, ক্রিকেটবিশ্বে তাদের কোন হের্টাস নেই। এক নজের দেখঅ যাক সে তালিকাটি।
১. মাশরাফি বিন মর্তুজা
২. হাশিম আমলা
৩. শচিন টেন্ডুলকার
৪. কুমার সাঙ্গাকারা
৫. মহেলা জয়বর্ধানে
৬. মোহাম্মদ নবী
৭. ওয়াসিম আকরাম
৮. জ্যাক ক্যালিস
৯. ক্রিস গেইল
১০. শহীদ আফ্রিদি
১১. রিকি পন্টিং
১২. এবি ডি ভিলিয়ার্স
১৩.মহেন্দ্র সিং ধোনি
১৪. স্টেপেন ফ্লামিং
১৫. ড্যানিয়েল ভিট্টরি
১৬. ড্যারেন স্যামি
১৭. রস টেইলর
১৮. জো রুট
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ