টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ; রাজার তরী এলিট - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট ; রাজার তরী এলিট

Share This

দূরে মেঘালয় পাহাড় যেন হাওরে এসে মিশে গেছে। মাথার ওপর উড়ছে নানা জাতের পাখি। পানির নিচে থেকে উঁকি দিচ্ছে সবুজ জলজ জংলা। বিস্তীর্ণ হাওরজুড়ে অথৈ পানি। তার বুকে ভেসে বেড়াচ্ছে হাউসবোট। বর্তমানে টাঙ্গুয়ার হাওরাঞ্চলে আসা পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ এই হাউসবোটে ভ্রমণ।

চার-পাঁচ বছর আগেও টাঙ্গুয়ার হাওর ঘুরে ক্লান্ত হয়ে ফিরতেন পর্যটকরা। গাড়ি, মোটরসাইকেল, পায়ে হাঁটা পথ আর শব্দদূষণ সৃষ্টিকারী ইঞ্জিন নৌকাই ছিল হাওর ঘুরে দেখার মাধ্যম। সেখানে স্বপ্নিল পরিবর্তন এনেছে হাউসবোটগুলো।



স্বাস্থ্যসম্মত টয়লেট, আলাদা আলাদা প্রাইভেট কেবিন, বাথরুম, লাউঞ্জ, অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ আধুনিক নানা সুযোগ-সুবিধা। বোটে থাকা স্টাফরা পর্যটকদের সার্বিক সেবা দিয়ে থাকেন।


অত্যাধুনিক সুবিধাসম্পন্ন হাউসবোটে খাওয়া-দাওয়াসহ প্যাকেজ ব্যয় সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা। এই প্যাকেজের আওতায় টাঙ্গুয়ার হাওর, হাওরের ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক, টেকেরঘাট, বারেকের টিলা, জয়নাল আবেদীনের বিখ্যাত শিমুল বাগান, যাদুকাটা নদী ও লাকমাছড়া ভ্রমণ করা যায়। শুক্রবার কিছুটা বাড়তি টাকা ব্যয় করতে হয় পর্যটকদের।


টাঙ্গুয়ার হাওরে এমনি ২টি হাউজবোট হচ্ছে :
রাজার তরী এলিট ও রাজার তরী ফ্যামেলি প্রিমিয়াম।

রাজার তরী হাউজবোটে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য আরামদায়ক এবং রুচিসম্মত।

রাজার তরীর এলিট হাউজ বোটে যা যা সুবিধা পাবেন:
৬ টি কেবিন, প্রশস্ত লবি, সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা, লাইফ জ্যাকেট, ছাঁদে উঠার জন্য  সিঁড়ি, ৩টি ওয়াশরুম ও একটি চেঞ্জিং রুম, জেনারটর সুবিধা, ফোন ল্যাপটপ চার্জিং সিস্টেম ইত্যাদি।

আরো বিস্তারিত জানতে ও বুকিং করতে যোগাযোগ করুন
01821659003 

সরাসরি বুকিং করতে চাইলে-

সিলেট অফিস: 
Travelers Of Greater Sylhet 
102 Excel Tower, Subidbazar, Sylheti


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: