পথ চলতি এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর সময় পথচারীদের সহযোগিতায় মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এরপর তার বাসায় অভিযানে যায় পুলিশ। সেখানে ঢুকে তো পুলিশ কর্মকর্তাদের চক্ষুচড়ক গাছ, এ যে রীতিমত ছিনতাই পণ্যের গুদাম। স্বর্ণালঙ্কার, ভ্যানিটি ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট আর নগদ টাকাসহ ৪৬ ধরনের চোরাই মালামাল!
মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর মিরপুর এলাকার ছিনতাইকারী চক্রের দলনেতা ফয়সাল রহমানের বাসা থেকে এই মালামাল জব্দ করেছে কাফরুল থানা পুলিশ। পরে কাফরুল থানা পরিদর্শকের (অপারেশন) কক্ষে এতো মালামাল দেখে চোখ কপালে ওঠে সংবাদকর্মীদেরও। সাজানো এতোসব পণ্য দেখলে তো যে কারোরই মনে হবে, এ বুঝি পসরা সাজিয়ে বসেছে কোনো দোকান।
কাফরুল থানা পুলিশ বলছে, আটক ফয়সাল মিরপুর এলাকাভিত্তিক ছিনতাই চক্র ‘টানা পার্টি’র প্রধান। এ চক্রের সদস্যরা রাজধানীর রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঘোরে, আর সুযোগ পেলেই ভ্যানিটি ব্যাগ, মোবাইল বা অন্যান্য জিনিসপত্র ছো মেরে পালায়। ফয়সালকে জিজ্ঞাসাবাদের পর তার তথ্য ধরে আরও কয়েকজনকে পাকড়াও করতে অভিযান চলছে।
গত ১৮ ডিসেম্বর রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে পাঁচ মাসের শিশু আরাফাতের মর্মান্তিক মৃত্যুর পর কয়েকডজন ছিনতাইকারী আটক হয়েছে। সবশেষ আটক হলেন ফয়সাল।
সেদিন সদরঘাট থেকে রিকশাযোগে আরাফাতকে কোলে নিয়ে শনির আখড়া যাচ্ছিলেন তার মা আকলিমা। দয়াগঞ্জে পৌঁছালে হঠাৎ এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে আরাফাত তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে, পড়ে যান আকলিমাও। এসময় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় আরাফাতের।
তারও আগে অক্টোবরে টিকাটুলীতে ছিনতাইয়ের কবলে পড়া এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান আবু তালহা নামে এক বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র মতে, রাজধানীতে প্রায় প্রতিদিন গড়ে ১২-১৫টি ছিনতাই হয়। কিন্তু বেশিরভাগ ভুক্তভোগীই এ নিয়ে থানা মামলা বা অভিযোগ করেন না। সেজন্য পুলিশের পরিসংখ্যানের চেয়ে ছিনতাইয়ের ঘটনা আরও বেশি বলেই মনে করা হয়। যদিও ঢাকা মহানগর
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ