কুমিল্লাহ দলে বড় অঘটন, হতাশ হয়ে যা বললেন মাশরাফি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

কুমিল্লাহ দলে বড় অঘটন, হতাশ হয়ে যা বললেন মাশরাফি

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

স্পোর্টস ডেস্ক: বিপিএল আসরে চমক দেখানো একটি দলের নাম কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স। বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা হাল ধরেছেন এই টিমের। বেশ সাফল্য পাচ্ছে কুমিল্লাহ দল। তবে এবার বড় ধরনের অঘটন এই টিমে। হতাশ কন্ঠে অনেক কিছুই বলেছেন মাশরাফি বিন মতুর্জা। দুটি নক্ষত্র বিদায় নিয়েছে এই দল থেকে। বিশ্বের সাবেক নাম্বার ওয়ান বোলার সুনীল নারিন ফের বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন। অন্যদিকে এই দলের আরেক তারকা মারলন স্যামুয়েলসও চলে গেছেন নিজেদের বৃত্তে। দুই তারকাকে হারিয়ে বেশ চিন্তায় মাশরাফি বিন মতুর্জা। কুমিল্লাহর হয়ে দারুণ বল করেছেন নারিন। অন্যদিকে ঝড়ো ইনিংস খেলেছেন মারলন স্যামুয়েলস। নারিনকে নিয়ে বেশি আক্ষেপ করেন মাশরাফি। নারিন টি-টোয়েন্টিতেও টেস্টের মত নিয়ন্ত্রিত বল করে থাকেন বলেই তার জন্য মাশরাফির এত আক্ষেপ। প্রসঙ্গত, নারিন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়। মাশরাফি তাকে দল থেকে হারানো নিয়ে যেমনটা আক্ষেপ করছেন শাহরুখ খানও ঠিক এমন আক্ষেপ করতেন।

Comment Using!!

Pages