টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Share This

দুবাই আন্তর্জান্তিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ঘাসের ছোঁয়া নেই বললেই চলে। প্রায় ন্যাড়া। পিচ রিপোর্টে রমিজ রাজা বললেন, “উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। স্পিনারদেরও খুব একটা সহায়তা করবে না। উইকেটে হালকা কিছু ফাটল আছে, তবে সেটি ব্যাটসম্যানদের কোনো কোনো সমস্যাই করবে না।”

শ্রীলঙ্কা পাচ্ছে না সেরা দল
চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই শ্রীলঙ্কা হারিয়েছে দলের অন্যতম বড় ভরসা দিনেশ চান্দিমালকে। দুবাইয়ে যাওয়ার পর চোট নিয়ে দেশে ফিরেছেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। এই দুজনের চেয়েও বড় ক্ষতি হয়ত আকিলা দনাঞ্জয়াকে না পাওয়া। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য গ্রুপ পর্বে খেলতে পারবেন না লঙ্কানদের বোলিং আক্রমণের মূল অস্ত্র এই স্পিনার। সব মিলিয়ে শ্রীলঙ্কা পাচ্ছে না প্রথম পছন্দের একাদশের অন্তত তিনজনকে।

শ্রীলঙ্কা স্কোয়াড: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা দনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোন্সো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

চোট জর্জর বাংলাদেশ
আঙুলের চোট নিয়েই এই টুর্নামেন্ট খেলবেন সাকিব আল হাসান। তাকে কতটুকু ফিট পাওয়া যাবে, সেটি নিয়ে আছে শঙ্কা। তামিম ইকবাল দুবাই গেছেন আঙুলের চোট নিয়ে। শেষ পর্যন্ত যদি মাঠে নামেন, তার কাছ থেকেও শতভাগ পাওয়া নিয়ে আছে সংশয়। নতুন দুশ্চিন্তার নাম মুশফিকুর রহিম। তার পুরোনো পাঁজরের ব্যথা নতুন করে মাথাচাড়া দিয়েছে ম্যাচের আগে। তবে ব্যথা নিয়েই খেলবেন বলে জানা গেছে।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার।

মুখোমুখি শ্রীলঙ্কা
ওয়ানডেতে বাংলাদেশের এগিয়ে চলার প্রতিচ্ছবি মিলবে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্স দিয়েও। টুর্নামেন্টে এই দুই দলের প্রথম ১০ লড়াইয়েই হেরেছিল বাংলাদেশ। তবে শেষ তিন লড়াইয়ে বাংলাদেশ জিতেছে দুটিতেই। দুই আসরে ফাইনালও খেলেছে বাংলাদেশ।

২৩ বছর পর
সংযুক্ত আরব আমিরাতে যখন সবশেষ খেলেছে বাংলাদেশ, তখনও ওয়ানডে মর্যাদা পায়নি তারা। বিশ্বকাপ খেলাও ছিল স্বপ্ন। সেই ১৯৯৫ এশিয়া কাপে তিন ম্যাচই হেরেছিল বাংলাদেশ। ২৩ বছর পর মরুর বুকে আরেকটি এশিয়া কাপ খেলবে বাংলাদেশ, এবার সমীহ জাগানিয়া দল হিসেবে।

১৯৯০ সালের অস্ট্রেলেশিয়া কাপ ও ১৯৯৫ এশিয়া কাপ মিলিয়ে আমিরাতে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেভাবে লড়াইও করতে পারেনি কোনো ম্যাচে। আগের সবকটি ম্যাচ অবশ্য ছিল শারজাহতে। এবার গ্রুপ পর্বের দুই লড়াই দুবাই ও আবু ধাবিতে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ