হবিগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কেএম মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন- আজ শনিবার (১১ এপ্রিল) সকালে আসা রিপোর্টে হবিগঞ্জে একজন করোনা রোগী সনাক্ত করা হয়। সে সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এলাকায় ফিরেছিলেন। গত দুইদিন ধরে তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে ছিলেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে, সুরক্ষা সরঞ্জাম না থাকায় আতঙ্কিত চিকিৎসকরা। এখন পর্যন্ত তারা ওই রোগী কাছে যেতে পারছেন না। বিষয়টি নিয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটি এক জরুরি সভায় বসেছে বলে জানা গেছে।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন