দিল্লিতে বাংলাদেশ ও পাকিস্তানের ৯৯ স্টল গুটিয়ে নিতে নির্দেশ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দিল্লিতে বাংলাদেশ ও পাকিস্তানের ৯৯ স্টল গুটিয়ে নিতে নির্দেশ

Share This

দিল্লিতে বাংলাদেশ ও পাকিস্তানের ৯৯ স্টল গুটিয়ে নিতে নির্দেশ

172527_1
ভারতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া বাংলাদেশ ও পাকিস্তানের ৯৯টি স্টল গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির সরকার। দেশটির বাণিজ্য নীতি লঙ্ঘনের দায়ে মেলার শেষ দিন এসে এ নির্দেশনা দেওয়া হলো। শনিবার দিল্লি রাজ্য সরকার এক নোটিশ জারি করে। এতে ওই স্টলগুলো গুটিয়ে নেওয়ার পাশাপাশি প্রত্যেকে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়। দিল্লির রাজ্য সরকারের বাণিজ্য ও আয়কর বিভাগ থেকে ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়, স্টলের মালিকেরা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে প্রয়োজনীয় বাধ্যতামূলক সাধারণ নিবন্ধন নম্বর অর্জন করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে স্টলের মালিকেরা অনলাইনে ফরম পূরণের সময় ‘প্যান কার্ড’ (স্থায়ী একাউন্ট নম্বর) প্রয়োজন ছিল, কিন্তু সেটা তারা দেননি। মেলায় অংশগ্রহণকারী ব্যবসা-প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার জন্য গঠিত সংগঠন ভারতের বাণিজ্য উন্নয়ন সংস্থা (আইটিপিও) মালামাল নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হতে তাদের গেট পাস দিতে অস্বীকৃতি জানানোয় এ অবস্থা আরো জটিল রূপ নিয়েছে। আইটিপিও বলছে, বাণিজ্য ও আয়কর বিভাগ তাদেরকে ৫৫ লাখ রুপি জরিমানা করেছে। আইটিপিওর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘২৬ নভেম্বর দিল্লি সরকার আমাদেরকে ৫৫ লাখ টাকা পরিশোধ করতে বলে। কিন্তু কোনো ব্যবসায়ী ওই জরিমানার অর্থ দিতে রাজি হননি। তাই আমরা তাদেরকে গেট পাস ইস্যু করব না। তারা তাদের পণ্য মেলার বাইরেও নিয়ে যেতে পারবেন না।’ ৯৯টি স্টলের মধ্যে ২১টি বাংলাদেশের, বাকিগুলো পাকিস্তানের। পাকিস্তানের চেম্বার অব কমার্সের সহকারী সম্পাদক ফয়সাল যোসেফ বলেন, ‘২৫ বছরের মধ্যে এ প্রথম এর রকম কোনো ঘটনা ঘটল। প্রতিবছর আমরা ভ্যাটের শূল্ক হিসেবে আয়কর দিয়েছি। কিন্তু আমাদের কাউকে না জানিয়ে এ পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।’ বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী সালাম বলেন, ‘প্রত্যেকে ৫০ হাজার রুপি করে জরিমানা অন্যায়। অনালাইলনে নিবন্ধনের সময় তারা একটি প্যান কার্ড চেয়েছিল। কিন্তু আমরা তো বিদেশি। কীভাবে আমরা এটা পাব? প্যান কার্ড না দেওয়ায় ফরমের পরবর্তী ধাপ পূরণ করা সম্ভব হয়নি। তাই পুরোপুরি নিবন্ধন ছাড়ায় ভারতে এসেছি আমরা।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কোন মন্তব্য নেই: