ক্বিনব্রীজ দিয়ে ভারী যানবাহন চলাচল
বয়সের ভারে ন্যুব্জ ব্রিটিশ আমলের তৈরি ক্বিনব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বহু আগে জারি করা হয়। তার পরও অনেক সময় মানতে চায়না অনবিজ্ঞ যানবাহন চালকরা। রাতের আঁধারে ক্বিনব্রীজ পারাপারের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় ব্রীজের দু’প্রান্তে বসানো হয় প্রতিরোধক লোহার গেইট। সেই গেইট কোনোমতে অতিক্রম করার ফলে প্রায়ই ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটছে। আর বারবার কর্তৃপক্ষ মেরামত করে যাচ্ছে। সম্প্রতি রাতের কোনো একসময় ভারী যানবাহন ক্বিনব্রীজ পারাপারের চেষ্টা করলে দক্ষিণ প্রান্তের প্রতিরোধক গেইট ভেঙ্গে দুভাগ হয়ে যায়। কয়েকদিন এভাবে থাকার পর বুধবার মধ্যরাতে পুনরায় মেরামত করতে দেখা যায়। জানা যায়, সিলেটের কালের স্বাক্ষী এই ক্বিনব্রীজ পারাপারে দিনে ভীড় লেগে থাকার কারণে মাঝ রাতে কখনো গভীর রাতে মেরামতের কাজ করতে হয়। অনেক পথচারী অভিযোগ তুলেন, পাতলা পাইপের বদলে ভারী পাইপ বা রেললাইন নতুবা স্টিল দিয়ে গেইট বানালে ব্যাকাতেরা হতোনা, ভেঙ্গেও যেতোনা। যানবাহন ধাক্কা দিলে নিজে ক্ষতিগ্রস্ত হতো। আর ব্রীজের আয়ুকাল বৃদ্ধি পেতো। বিষয়টি মেয়রকে ভেবে দেখার অনুরোধ করেণ নগরের কয়েকজন ব্যবসায়ী। দৈনিক সিলেটের দিনকাল
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ