শাহজাদপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

শাহজাদপুরে বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রার্থী এমএ মুহিতের পৌর এলাকার রামবাড়ীর (খঞ্জনদিয়া) বাড়িতে হামলা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা। 

এর আগে সকালে উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদুল হক নওসাদ (৫৫) ও পৌর যুব দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ (৩৫) শহরের টাউন মসজিদের পাশে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু অভিযোগ করে বলেন, কোন কারণ ছাড়াই দুপুরে আওয়ামী লীগের কর্মীরা আমাদের এমপি প্রার্থী এমএ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বিএনপির প্রায় অর্ধশতা নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এমএ মুহিতের বাড়ি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু বলেন, আমাদের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। 

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা হামলা করেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। 
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages