স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার রাতে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী।

মৃত গৃহবধূ সিমা আক্তার ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান রাজেশের স্ত্রী। সিমার স্বজনদের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

সিমার মামাতো ভাই মো. রনি হোসেন বলেন, পাঁচ বছর আগে সিমার বিয়ে হয়েছে। সিমা-রাজেস দম্পত্তির চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। যৌতুকের জন্য প্রায়ই সিমাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো রাজেশ। সে একটি বেসরকারি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

তিনি আরো বলেন, সোমবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে সিমাকে মৃত অবস্থায় দেখতে পাই। সিমাকে তার স্বামী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সিমাকে মৃত ঘোষণা করলে সিমাকে হাসপাতালে রেখেই পালিয়ে যায় রাজেশ। সিমার গলায় দড়ির ফাঁসের দাগ রয়েছে। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সিমা ঈশ্বরদী শহরের শৈলপাড়া এলাকার মৎস্য ব্যবসায়ী নূর আলীর মেয়ে। সিমার মুত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাবেরি শাহ বলেন, প্রাথমিকভাবে সিমা আক্তারের গলায় ফাঁসের দাগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিমার স্বামী লাশ রেখে পালিয়ে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages