সহিংসতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

সহিংসতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু

Share This

সহিংসতার মধ্য দিয়ে সারাদেশে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার রাজনৈতিক দলসহ সতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণায় নামে। এরপরই বেশ কিছু স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

ক্ষমতাসীন দল ঠিকমত প্রচারণা করতে পারলেও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি প্রচারণা করতে পারছেনা বলে অভিযোগ করেছে দলটি।

মঙ্গলবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় মহাসচিব অক্ষত আছেন।

এদিকে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ এনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে আমাদের গাড়িবহরে হামলা করা হয়। তবে তিনি হামলাকারীদের নাম পরিচয় বলতে পারেননি। তৈমুর আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাঁচ ভেঙে ফেলে। আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে ধারনা করেন তিনি।

এর আগে নোয়াখালির কবিরহাটে ব্যারিস্টার মওদুদ আহমদের পথসভায় হমলা চালিয়ে পথসভা পন্ড করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৪০-৫০ জন আহত হয়েছে। এছাড়া বগুড়ায়-৫ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জিএম সিরাজের প্রচারণা বহরেও হামলার ঘটনা ঘটে।

এদিকে নড়াইলের লোহাগাড়ায় ২০ দলের শরীক এনপিপি চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের কর্মীসভায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । আজ দুপুরে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রাশেদের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন এনপিপি চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি অভিযোগ করেন, আমাদের উপজেলা কার্যালয়ে কর্মীসভা চলাকালে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৩/৪ জন কর্মী আহত হয়েছে। অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। এ আসনে ফরহাদ হোসেন লড়ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিপক্ষে।

মঙ্গলবার বিকালে কারাবন্দী যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের নিজ বাসা ও শশুরবাড়ি পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। এসময় মামুন হাসানের শ্যালক জাহাঙ্গীরকে আটক করে নিয়ে যায় কাফরুল থানা পুলিশ। তার বিরুদ্ধে কোন মামলা নেই।

এছাড়া মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুল, সাধারণ সম্পাদক ওয়াইজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুলকে সোমবার দুপুর ২টায় জজ কোর্টের সামনে থেকে গ্রেফতার করেছে গোয়ন্দা পুলিশ

সারাদেশের সহিংসতা নিয়ে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ডেইলি বাংলাদেশকে বলেন, ক্ষমতাসীন সরকার বুঝতে পেরেছে যে তাদের নুন্যতম জনপ্রিয়তা নেই। তাই তারা প্রচারণার শুরুতেই বিএনপির নামে নানা প্রপাগন্ডা চালাচ্ছে ও জনগণকে ভয় ভীতি দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের সেই অপচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে না। জনগণের জোয়ারে বালুর বাধের মত ধ্বসে যাবে আওয়ামী লীগ।

এই পরিস্থিতিতে কোনো কর্মসূচি দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সরকারের দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। আমরা এখনও কোন কঠিন পথে যেতে চাইনা, তবে সরকার যদি আমাদের সেই পথে যেতে বাধ্য করে তাহলে তো আমরাও ছাড় দিব না।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ