শীতের তীব্রতায় কাঁপছে উত্তরবঙ্গ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

শীতের তীব্রতায় কাঁপছে উত্তরবঙ্গ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..


শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তর অঞ্চলের জেলাগুলোতে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি সারাদেশে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

চুয়াডাঙ্গা
হাড় কাঁপানো শীতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার সাথে বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। জেলায় ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে সড়কে যান চলাচল করছে।

নীলফামারী
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। প্রতিটি বিমানই নির্দিষ্ট সময়ের অনেক পর ছেড়ে যাচ্ছে। একই অবস্থা ট্রেনের শিডিউলেও। প্রতিটি রুটেই দেরি করে ছাড়ছে ট্রেনগুলো।

পঞ্চগড়
গত কয়েকদিন ধরে উওরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে, পঞ্চগড় জেলা। উষ্ণতা পেতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

রাজশাহী
রাজশাহীতে বুধবার সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা আরো বাড়তে পারে।

এছাড়া দিনাজপুর, নওগাঁ, রংপুর ও কুড়িগ্রামে তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages