২৭ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা হাওরে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

২৭ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা হাওরে

Share This
২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বৃষ্টি হতে পারে ২শ থেকে ৪শ মিলিমিটার।

বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৪ থেকে ৬ মিটার বৃদ্ধি পেতে পারে।

এমন অবস্থায় দ্রুত এসব এলাকার বোরো ধান কাটার তাগিদ দেয়া হয়েছে। সিলেটে হাওরাঞ্চলের বাঁধগুলো নিবিড় পর্যবেক্ষণও জরুরি বলছেন আবহাওয়াবিদরা।

আগামী ৭ মে'র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

হাওরাঞ্চলে আগাম বন্যার পূর্বাভাসের প্রেক্ষিতে কৃষি মন্ত্রী বলেন, ধান ঘরে তুলতে কৃষকের যাতে কোন সমস্যা না হয় এ লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ৪শ হারভেস্টার ও ৯শ রিপার মেশিন দিয়ে ধান কাটার পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে হাওরে শ্রমিক পাঠানো হচ্ছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাওরের নিচু এলাকা এবং ৭ মে'র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা শেষ হবে বলেও জানান তিনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: