২৭ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা হাওরে - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

২৭ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা হাওরে

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় বৃষ্টি হতে পারে ২শ থেকে ৪শ মিলিমিটার।

বৃষ্টির কারণে সুনামগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলে নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৪ থেকে ৬ মিটার বৃদ্ধি পেতে পারে।

এমন অবস্থায় দ্রুত এসব এলাকার বোরো ধান কাটার তাগিদ দেয়া হয়েছে। সিলেটে হাওরাঞ্চলের বাঁধগুলো নিবিড় পর্যবেক্ষণও জরুরি বলছেন আবহাওয়াবিদরা।

আগামী ৭ মে'র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

হাওরাঞ্চলে আগাম বন্যার পূর্বাভাসের প্রেক্ষিতে কৃষি মন্ত্রী বলেন, ধান ঘরে তুলতে কৃষকের যাতে কোন সমস্যা না হয় এ লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ৪শ হারভেস্টার ও ৯শ রিপার মেশিন দিয়ে ধান কাটার পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে হাওরে শ্রমিক পাঠানো হচ্ছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে হাওরের নিচু এলাকা এবং ৭ মে'র মধ্যে হাওরাঞ্চলের ধান কাটা শেষ হবে বলেও জানান তিনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages