সিলেটে শৈতপ্রবাহ নেই, বাড়বে শীতের তীব্রতা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে শৈতপ্রবাহ নেই, বাড়বে শীতের তীব্রতা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

পৌষের শেষের দিকে এসে সারাদেশে জাকিয়ে বসেছে শীত। দেশের অন্যান্য স্থানে শৈত প্রবাহ চললেও সিলেটের জন্য এই মৌসুমে তা স্বাভাবিক বলেই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। 

তবে আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট  সম্ভবানা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী।

এবছর এতদিন খুব একটা শীত অনুভূত হয়নি। তবে গত বুধবার থেকে সারাদেশের অবস্থা অনেকটা ঠান্ডায় জমে যাওয়ার মতো।

শ্রীমঙ্গলসহ দেশের অন্যান্য স্থানের জন্য এটি শৈতপ্রবাহ হলেও সিলেটের ক্ষেত্রে শীত মৌসুমে এটি আবাহাওয়ার স্বাভাবিক আচরণ।


কোন স্থানের বা অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটিকে শৈত প্রবাহ বলা হয়। সে হিসাবে সিলেটে গত ২৪ ঘন্টার গড় তাপমাত্রা ছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটিই সিলেট অঞ্চলের জন্য এবছরের সবচেয়ে কম তাপমাত্রা। 

তবে তা শৈত প্রবাহ নয় বলে জানিয়েছেন আবহাওয়াবীদ সাঈদ। এবার এখনও সিলেটে শৈতপ্রবাহ আসেনি বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে সিলেটের তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই মুহুর্তে (দুুপুর সাড়ে ১২টা) তা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সাঈদ আহমদ জানিয়েছেন, আগামী সপ্তাহে সিলেটের তাপমাত্রা আরও কমবে। মানে, শীতের তীব্রতা আরেকটু বাড়বে। 

তবে আপাতত এ অঞ্চলে শৈতপ্রবাহের তেমন কোন সম্ভাবনা দেখছেন না তিনি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages