অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্নতার কারণে সুনামগঞ্জ শহরের পানসীসহ চার রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন এবং জরিমানার ৩২ হাজার টাকা আদায় করেন।
এ ব্যাপারে মো. ফয়েজ উল্লাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্নতার কারণে শহরের পুরাতন বাস স্টেশনে সিলেটের চেইন রেস্টুরেন্ট পানসীকে ১০ হাজার, ভাই ভাই রেস্টুরেন্টকে আট হাজার, শহরের কাজীর পয়েন্টে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভোক্তা ওবায়দুর রহমান কুবাদের অভিযোগের ভিত্তিতে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে আরও চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার ২৫ শতাংশ ভোক্তা ওবায়দুরকে দেওয়া হয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ