রাজধানীতে বজ্রসহ বৃষ্টিপাত, চলবে ৫ দিন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

রাজধানীতে বজ্রসহ বৃষ্টিপাত, চলবে ৫ দিন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে রাজধানীসহ দেশের কয়েক জায়গায় বজ্রপাতসহ ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে। গরমের তীব্রতা কমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরবে। তবে এ সময় বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীতে হালকা ঝড়ো বাতাস দিয়ে ভারী বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের পাশাপাশি ঠাণ্ডা বাতাস বইতে থাকে। তবে ২০ মিনিট পর বৃষ্টি থেমে যায়। এর আগে সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের প্রখরতা বাড়তে থাকে। তবে বিকেলের দিকে আবার আকাশ মেঘলা হয়ে যায়। হালকা বাতাস বয়ে গেলেও তা গরম অনুভূত হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টি থেমে থেমে হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ্টি ৫-৬ দিন থাকতে পারে। এর মধ্যে তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। বজ্রপাতের প্রবণতাও বাড়বে’

তিনি আরও বলেন, ‘সমুদ্র বন্দরে কোনো সতর্ক সংকেত নেই। তবে নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’ এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড় হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আগামী দু’দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অপরদিকে আগামী পাঁচদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য রাস পেতে পারে।

নদী বন্দরের সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নম্বর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages