সিলেটে হোটেল থেকে দুই যুবতীসহ সাবেক পুলিশ সদস্য আটক - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে হোটেল থেকে দুই যুবতীসহ সাবেক পুলিশ সদস্য আটক

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সিলেট নগরীর লালবাজার হোটেল আলী থেকে দুই যুবতীসহ সাবেক এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। লালবাজার ব্যবসায়ী সমিতি অসামাজিক কাজে লিপ্ত ২ যুবতী ও সাবেক এক পুলিশ সদস্যকে আটক করে। আজ রোববার (১৯ এপ্রিল) রাত ৮টায় তাদেরকে এসএমপির কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটককৃতরা হলেন, সাবেক পুলিশ সদস্য (বরখাস্ত) জাহাঙ্গীর আলম। তিনি খুলনা ইন্ড্রাস্টিয়াল পুলিশে কর্মরত ছিলেন। বিগত ২০১৭ তাকে বিভিন্ন কারণে বরখাস্ত করা হয়। জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও জেলার সদর থানার রায়পুর গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র। তিনি বিভিন্ন সময় লালবাজারে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে পতিতাবৃত্তি করতেন।

দুই যুবতীদের মধ্যে একজন এসএমপির এয়ারপোর্ট থানার চৌকিদেখীর রুনেল আহমদের স্ত্রী আফিয়া আক্তার পারভীন (২৩)। গ্রামের বাড়ি মৌলভীবাজারের সদর থানার সূর্যপাশা গ্রামে।

অপরজন হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার কামালপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ের নাসরিন আক্তার (২২)। তিনি দক্ষিণ সুরমার লাউয়াইয়ে বসবাস করতেন। -সুরমা নিউজ

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages