দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মানববন্ধন

Share This
সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনায় গত শনিবার ১৬ ফেব্রুয়ারি বাস ও অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে (১৮ ফেব্রুয়ারি) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সৈয়দা রহিমা লিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স ১ম বর্ষের মেধাবী শিক্ষার্থী মাহফুজা আনজুম তাসনিম ও নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকী চাঁদনী নিহত হওয়ার প্রতিবাদে দক্ষিণ সুরমা সরকারি কলেজ, এর ছাত্র-ছাত্রী/শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ক্লাস বর্জন করে স্থানীয় চন্ডিপুল পয়েন্টে মানববন্ধন ও শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করে। প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

কর্মসূচীতে অংশগ্রহণ করেন অধ্যক্ষ মো. শামছুল ইসলাম, অধ্যাপক শাহানা বেগম, মতিউর রহমান, সহযোগী অধ্যাপক আশরাফুল হক, রাহেনা হক, সাব্বির আহমদ, ছালমা ইয়াছমিন, রওনক জাহান বেগম, মো. মুহিবুর রহমান , মতিলাল দাশ, মো.আতাউর রহমান, সহকারী অধ্যাপক মো. জয়নুল ইসলাম, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, কাজরী রানী ধর, সুপ্তা রানী চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক পলাশ রঞ্জন দাস, মো. ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মো: শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ^জিৎ দাম, মাহবুবা বেগম, মো.আতাউর রহমান ভুঞা, শুকরিয়া জাহান, দীপক চন্দ, নুরজাহান খাতুন, গিলমান আলী, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, রেজওয়ানা তসনিম,পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, মাসুক আহমদ, আব্দুল ওয়াহিদ, সুমন খান, শারমিন আক্তার সন্ধি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মহাসড়কে অবৈধ সিএনজি বন্ধ ও কলেজ সম্মুখে অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারন এবং নিহত শিক্ষার্থীদের মামলাকে হত্যা মামলা ও দ্রুত বিচার আইনে রুজু করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে।

এরপর কলেজ চত্ত্বরে এসে শোকসভা ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: