ভাসমান পতিতা পল্লী গুলো উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (৩রা সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে টানা ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর বন্দর সংযোগ সড়ক টোল রোড এর দুই পাশে প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা এবং ৩টি ভাসমান পতিতাপল্লী উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান চলাকালে কয়েকটি ঘরে থাকা হিজড়াদের সাথে অভিযান পরিচালনাকারীদের বাকবিতন্ডা হয়। একজন হিজড়া নিজেই ইট দিয়ে থামায় জখন করে রক্ত পাত করেন। এ ছাড়াও বেশ কয়েকজন বসবাসকারী পুলিশের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে টোল রোডে পতিতাখানা গড়ে উঠলেও প্রশাসন কিছুই করেনি। অভিযোগ করেন তাদের কাছ থেকে পুলিশও উর্ধ্বতনরা মাসিক মাসোয়ারা নিয়ে যায়। ফলে তাদের অবৈধ কাজ গুলো বন্ধ করছিল না। স্থানীয়রা বারবার অভিযোগ দিলেও তা পুলিশ প্রশাসন কানে নেয়নি। জেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযানে এলাকাবাসী স্বাগত জানান বলে জানা যায়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Socialize