ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাইফুলকে বাঁচাতে এগিয়ে আসুন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাইফুলকে বাঁচাতে এগিয়ে আসুন

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

মৌলভীবাজার জেলার কমলগত উপজেলার অন্তর্গত আলীনগর ইউনিয়নের যােগীবিল গ্রামের হতদরিদ্র জালাল মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৬), মরণব্যাধী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (৯তলা, ওয়ার্ড নং ৯০১, বেড নং এক্সট্রা ৪) অসহায় সাইফুলের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ মতে ৬-৭ লাখ টাকার প্রয়ােজন।

দেশ ও দেশের বাহিরের সবাইকে এগিয়ে আসার জন্য অনুরােধ করছি।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারেনা।

আমরা কি পারিনা ফিরিয়ে দিতে সাইফুলের সেই প্রাঞ্জল হাসি। প্রাণবন্ত মেধাবী একটি ছেলে যে কিনা স্কুলে পাঠ্যবইয়ের অংক মিলাতে বন্ধ থাকার কথা সে অল্প টাকা অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার দিনমজুর বাবা। অনেকের সাহায্য সহযোগিতায় প্রায় ১ লক্ষ+ টাকা মিল করা সম্ভব হয়েছে।

জীবনের নির্মম ৰান্তৰতায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে সর্বনাশা ক্যান্সারের কারণে।
আসুন আমরা এগিয়ে যাই অসহায় সাইফুলের পাশে, বাড়িয়ে দেই মানবতার হাত।

বিস্তারিত জানতে যোগাযোগ:
রোগীর বাবা: 01756584056
সাইদুল ইসলাম (ভাই)- 01714914979

সাহায্য পাঠানোর জন্য-
বিকাশ এবং ব্যাংক একাউন্ট (রোগীর বাবা)

বিকাশঃ 01305365838

ব্যাংক: জনতা ব্যাংক লিমিটেড 
নাম: মোঃ জালাল মিয়া 
হিসাব নং: 0100168098337
ভানুগাছ শাখা, মৌলভীবাজার

লেখা পাঠিয়েছেন: Rinku Deb Nath

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages