ইটিভি’র চিফ রিপোর্টারের বিচায় চেয়ে মিনালা দিবার স্ট্যাটাস - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

ইটিভি’র চিফ রিপোর্টারের বিচায় চেয়ে মিনালা দিবার স্ট্যাটাস

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি’র (ইটিভি) চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) এমএম সেকান্দারের বিরুদ্ধে। এনিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে হয়রানির শিকার মিনালা দিবা।

আমাদেরসময়. কম এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো। তিনি লেখেছেন- অনেক স্বপ্ন নিয়ে আমি মিডিয়ায় এসেছিলাম বড় একজন সাংবাদিক হব বলে। ভেবেছিলাম আকাশের তারা হবো। যুক্ত হয়েছিলাম দেশের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান একুশে টেলিভিশনের সাথে। শুরুতে বেশ ভালই কাটছিল। সহকর্মী বড় ভাই ও আপুরা যথেষ্ট সহযোগীতা করেছে। কিন্তু এই স্বপ্নের প্লাটফর্মে পা দিয়ে কিছুদিনের মধ্যে পরিচিত হলাম মুখোশের অন্তরালে থাকা সমাজের এক নরপশুর সাথে। দুঃখজনক হলেও সত্য যাকে আমি বড় ভাই হিসেবে শ্রদ্ধা করতাম সে আমার কাছে উন্মুক্ত করলেন তার নোংরা রুচির নানা আবদারের ঝুলি। সেই নরপশুর নাম এম এম সেকান্দার। একুশে টেলিভিশনের বর্তমান চীফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর। দিনের পর দিন আমাকে তার অশালীন ও কুরুচিপূর্ন আচরনের শিকার হতে হয়। যাতে আমি মানসিকভাবে ভেঙ্গে পড়ি। আমি চেয়েছিলাম সাংবাদিক হতে, মানুষের পাশে দাড়াতে। কিন্তু আজ আমাকে এ ধরনের প্রতিকুলতার মধ্যে পড়তে হবে তা ভাবতেও পারিনি। আমি চাই আমার মতো কোন মেয়েকে যেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমি বিচার চাই।
%25E0%25A6%25B8%25E0%25A6%25AE%25E0%25A7%259F%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AA24+1

এদিকে এই ঘটনায় অভিযুক্ত রিপোর্টার এমএম সেকান্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages