শনিবারের এল ক্লাসিকোতে ম্যাচ নির্ণায়ক খেলোয়াড়দের মধ্যে একজন লিওনেল মেসি। কিন্তু মজার বিষয় হল, সবচেয়ে কম দৌড়েও ম্যাচে বেশি প্রভাব ফেলেছেন এমএল টেন। বার্সার ৩-০ গোলে জয়ের ম্যাচে ৮৩.১ শতাংশ সময় হেঁটেই কাটিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পেরিওডিকো’ ম্যাচের ৯০ মিনিট সময় বিশ্লেষণ করে জানিয়েছে মেসির এই পরিসংখ্যান।
ম্যাচের ১০.৮ শতাংশ সময় মেসি ‘জগিং’ করেছেন। দৌড়েছেন ৪.৯৫ শতাংশ সময়। পূর্ণবেগে দৌড়েছেন মানে ‘স্প্রিন্টিং’ করেছেন মাত্র ১.১৫ শতাংশ সময়।
এ থেকে বোঝাই যায় যে, মেসি তার শক্তি সংরক্ষণের চেষ্টা করেন, যেহেতু তিনিই বার্সেলোনার একমাত্র খেলোয়াড় যিনি এই মৌসুমে এখন পর্যন্ত প্রতিটি লা লিগার ম্যাচে প্রতিটি মিনিট খেলেছেন।
-সময়ের সংলাপ24/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন