সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের অন্যতম ক্রিকেট মহারতি “বিবিদইল প্রিমিয়ার লিগ” - বিপিএল ৬ষ্ঠ আসরের ফাইনাল সম্পন্ন।
চার দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে উঠে এসএ সুপার কিংস ও সামাদ টাইটান্স।
ফাইনালে এসএ সুপার কিংস কে ৩৩ রানে পরাজিত করে সামাদ টাইটান্স।
এর আগে দুপুরে টস জিতে ব্যাট করতে নামে সামাদ টাইটান্স। নির্ধারিত ১৬ ওভারে সঞ্জয়ের ৪৯, জোবায়েরের ৪৩ ও মিনহাজের ৪২ রানে ৫ উইকেটে সামাদ টাইটান্স এর সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান। ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই পথ হারায় এসএ সুপার কিংস। শেষ পর্যন্ত ১৬ ওভারে রনেলের ৭২ ও সুবলের ৩০ রানে ৭ উইকেটে ১৬৩ রান করতে সমর্থ হয় এসএ সুপার কিংস।
ম্যান অব দ্যা ম্যাচ হন: সামাদ টাইটান্স এর সঞ্জয়।
ম্যান অব দ্যা টুর্ণামেন্ট: জাহেদ (সামাদ টাইটান্স)
সর্বোচ্চ রান সংগ্রহক: কামরুল (আয়ান কিংস)
সর্বোচ্চ উইকেট সংগ্রহক: সুবল (এসএ সুপার কিংস)
সংক্ষিপ্ত স্কোরঃ
সামাদ টাইটান্সঃ সঞ্জয় ৪৯, জোবায়ের ৪৩, মিনহাজ ৪২, চম্পক ১৭। উইকেটঃ জাহেদ ৩টি, সঞ্জয় ২টি ও উজ্জল ২টি।
এসএ সুপার কিংসঃ রনেল ৭২, সুবল ৩০। উইকেটঃ জয়নাল ২টি, সুবল ২টি, সাইদুল ১টি।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ