সিলেটে করোনায় মৃতদের দাফন-কাফনের ব্যবস্থা করবেন মেয়র আরিফ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

সিলেটে করোনায় মৃতদের দাফন-কাফনের ব্যবস্থা করবেন মেয়র আরিফ

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
সিলেটে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফন কাফন ও সৎকারের ব্যবস্থা করবেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটভিউকে এমন তথ্য জানিয়েছেন তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটে কোভিড-১৯ আক্রান্ত হয়ে কোন মুসলমান মারা গেলে তার গোসল, জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করবে সিটি করপোরেশন। ধর্মীয় নিয়মানুসারে তাকে দাফন করা হবে হযরত মানিকপীর (রহ.)’র কবরস্থানে।

এছাড়া হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার সৎকার করা হবে চালিবন্দর শ্মশানঘাটে। অন্যান্য ধর্মের কেউ মারা গেলে তাকেও নিজ নিজ ধর্মানুসারে সৎকারের ব্যবস্থা করা হবে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এখনো মানুষ করোনার ভয়াবহতা বুঝতে পারছেন না। বারবার নিষেধ করার পরও অনেকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। এতে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সবাইকে ঘরে থাকা প্রয়োজন।’ -সিলেটভিউ২৪ডটকম

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages