উষ্ণতার ঝড় তুললেন সানি - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

উষ্ণতার ঝড় তুললেন সানি

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

বলিউডের যেকজন নামকরা ফটোগ্রাফার রয়েছে তাদের মধ্যে অন্যতম ডাব্বু রত্নানি। তার এ বছরের ক্যালেন্ডারে বলিউড তারকাদের চোখ ঝলসানো রূপকে নয়া আঙ্গিকে তুলে ধরা হয়েছে। ডাব্বুর সেই ক্যালেন্ডারে যেমন রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তেমনি কার্তিক আরিয়ান কিংবা সানি লিওন। সেই ছবি প্রকাশের পর থেকেই নেতিজনদের মাঝে অন্যরকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। 

ডাব্বুর ক্যালেন্ডারে সানি লিওন কে দেখা গেছে লাল লেদারের জ্যাকেট এবং কালো শর্টসে বেশ মোহময়ী। এ ছবিতে অন্তর্বাস ছাড়াই পোজ দিয়ে উষ্ণতার ঝড় তোলেন দর্শক হৃদয়ে। 

সোশ্যাল মিডিয়ায় ওই লুকের একটি ছবি পোস্ট করেছেন সানি। তিনি লিখেছেন, ডাব্বুর ২০১৯-এর ক্যালেন্ডারে আমার শটটা ভাল লেগেছে…।

সাবেক এ পর্ণ তারকা শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের পরিচিতি তৈরি করছেন। কিছুদিনের মধ্যেই মালয়ালম মেগাস্টার মামুট্টির সঙ্গে একটি গানে নাচতে দেখা যাবে সানিকে। মামুট্টির সঙ্গে ‘মধুরা রাজা’ নামের একটি ছবিতেও অভিনয় করতে পারেন সানি। যদিও ছবির বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি সানি।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages