আওয়ামী লীগের প্রার্থীর পোস্টারে আরকানি ভাষা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

আওয়ামী লীগের প্রার্থীর পোস্টারে আরকানি ভাষা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার-প্রচারণায় বেছে নিয়েছেন নানা কৌশল। ব্যাতিক্রম না কক্সবাজার-৩ (সদর ও রামু) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সারওয়ার কমলও।

কক্সবাজার-৩ আসনে ভোটারদের একাংশ রাখাইন জনগোষ্ঠী। এই আসনে তাদের সংখ্যা প্রায় ১৫ হাজার। স্বাভাবিকভাবেই বাংলা বোঝেন না তারা। তাই তাদের নজর কাড়তে আরকানি ভাষায় নির্বাচনী পোস্টার ছাপিয়েছেন কমল।

কক্সবাজারের সদর ও রামু উপজেলায় দেখা যাচ্ছে আরকানি ভাষার নৌকা মার্কার ওই পোস্টারগুলো। তবে এ বিষয়ে জানতে কমলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

কক্সবাজার-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬১২ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৪২৪ জন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। তবে এই আসনে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। ২০০৮ সালে সেখান থেকে জয় পায় বিএনপি। তবে ২০১৪ সালে আসনটি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন কমল।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages