স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার বিপিএলের সিলেট সুপার স্টাসের হয়ে মাঠে নামার কথা ছিলো গেল বিশ্বকাপের মজনু টাইগার রুবেল হোসেন। প্রথম পর্বে সিলেট সুপার স্টাসের খেলা হয়েছে চারটি কিন্তু ইনজুরির কারণে এই পর্বের একটি ম্যাচেও খেলতে পারেননি রুবেল হোসেন। তবে চট্টগ্রাম-পর্বের শুরুতেই মাঠে নামার কথা জাতীয় দলের এই পেসার। গত সেপ্টেম্বর ‘এ’ দলের হয়ে ভারত সফরে গিয়ে চোটে পড়েছিলেন রুবেল। চোটের কারণে খেলতে পারেননি এ মাসের শুরুতে হওয়া জিম্বাবুয়ে সিরিজও। চোট কাটিয়ে ফেরা রুবেল আবারও মাঠ মাতানোর অপেক্ষায়, এখন বেশ ভালো। আজ এবং কাল নেটে বোলিং করতে দেখা গিয়েছে রুবেলকে। এখন অনেক ভালো মনে হচ্ছে। কোনো সমস্যা নেই। চট্টগ্রাম পর্বে দলে যোগ দিবেন তিনি। বিপিএলে মাঠে ফেরার পরে আবারও দেখা যেতে পারে বিশ্বকাপের তার বোলিংয়ের সে ম্যাজিকটা। সিলেট সুপার স্টার্স টানা চার হার নিয়ে পয়েন্ট টেবিলে নিচে রয়েছে। একের পর এক হারে দিশেহারা হয়েছে পড়েছে তার দল সিলেট। এখন প্রশ্ন হচ্ছে? রুবেল কি একা পারবে তার বোলিং ম্যাজিকটা ব্যবহার করে বিপিএলের সামনের ছয়টি ম্যাচে ঘুরে দাঁড়াতে। এই সম্পর্কে রুবেলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভালো ক্রিকেট খেললে অবশ্যই অনেক কিছু সম্ভব। জয়-পরাজয় থাকেই। এরই মধ্যে চারটা হেরেছি। আর ও ছয়টা ম্যাচ আছে। দেখা যাক সেগুলো কি হয়। এখন শুরু দেখার অপেক্ষা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন