বরশিতে ধরা পড়লো ৩০ কেজির কাতল মাছ! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

বরশিতে ধরা পড়লো ৩০ কেজির কাতল মাছ!

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

ফরিদপুর প্রতিনিধি : বরশিতে ধরা পড়লো ৩০ কেজি ওজনের কাতল মাছ! মাছটি ধরা পড়েছে ফরিদপুরের পদ্মা নদীতে। এক সৌখিন মাছ শিকারির বরশিতে ধরা পড়ে কাতল মাছটি। ওই মাছ শিকারির নাম আসলাম শেখ। মাছটি একনজর দেখতে তার বাড়িতে আশপাশের লোকজন ছুটে আসে। সোমবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন এলাকা থেকে মাছটি ধরা হয়। মাছ শিকারি আসলাম শেখের ভাষ্য, প্রতিদিনই তিনি শখের বশে পদ্মা নদীসহ বিভিন্ন জায়গায় মাছ ধরতে যান। এর ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৬ টায় ৫টি হুইল বরশি নিয়ে তিনি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে যান। তার মতে. সকাল ৯টার দিকে একটি হুইল বরশিতে বেশ জোড়ে টান লাগে। এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে প্রায় দুই ঘণ্টার পর মাছটি পাড়ে তোলা হয়। এই মাছটিই তার জীবনে বরশি দিয়ে ধরা সবচেয়ে বড় মাছ বলে জানান তিনি । এরপর মাছটি নিয়ে তার ভাগ্নে কাজী নূরুল ইসলাম বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আসেন। মাছটি তারা বিক্রি করবেন না বলে জানান। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে বণ্টন করে দেবেন।
Comment Using!!

Pages