দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি আরো সাত দিন বাড়তে যাচ্ছে। সরকারি ঘোষণা আসলে এর সঙ্গে সমন্বয় রেখে চতুর্থ দফায় আরও সাত দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, দেশের করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাই সাধারণ ছুটি বাড়ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়ানোর ঘোষণা দিলে তার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হবে।
করোনাভাইরাসের কারণে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘসময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঐচ্ছিক শিক্ষাছুটি সীমিত করার কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। -রাইজিংবিডি ডট কম
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন