তৃতীয় দফায় দাম কমে প্রায় অর্ধেক দামে এখন আইফোন ৫ এস ! - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

তৃতীয় দফায় দাম কমে প্রায় অর্ধেক দামে এখন আইফোন ৫ এস !

Share This

প্রযুক্তি ফিচার: বাজারে আইফোনের দাম কমেছে নাটকীয়ভাবে। গত তিন মাসে বাজারে আইফোন ৫ এসের দাম কমে প্রায় অর্ধেক হয়েছে। এখন বিশ্বের যেকোনো বাজারের চেয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতেই পাওয়া যাচ্ছে কম দামে মধ্যে এই মডেলের ফোন । আর ভারতের বাজারে এই দাম হ্রাস পাবার দরুন ‘সঙ্গত কারনে’ বাংলাদেশেও এই কমদামের সুবিধা পাবেন আই ফোন ৫এস কিনতে ইচ্ছুকেরা।
সুত্রমতে, ভারতে আইফোন থেকে আয়ের ৫০ শতাংশই আসছে আইফোন ৫এস থেকে। গত অক্টোবরে প্রথমবারের মতো এই স্মার্টফোনের দাম কমানো হয়েছিল। পরে দিপাবলী উতসবের আগেও এর দাম আরেক বার কমানো হয়। সবশেষে গত রোববার তৃতীয়বারের মতো এই স্মার্টফোনের দাম কমল ভারতের বাজারে ।

গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন সুত্রে জানা যায়, দিপাবলীর পর আইফোন ৬এস ও ৬এস প্লাসের প্রতি ভারতীয়দের আগ্রহ বেড়ে যাওয়ায় এর পূর্বসূরি স্মার্টফোনের দাম কমিয়ে দেওয়া হচ্ছে। গত সেপ্টেম্বরেরও ভারতের বাজারে আইফোন ৫এসের দাম ছিল ৪৪ হাজার ৫০০ রুপি। সেখানে তিন ধাপে দাম কমানোর পর এর মূল্য হয়েছে ২৪ হাজার ৯৯৯ রুপি (বাংলাদেশি ২৯ হাজার ১০৮ টাকা )।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ডিসেম্বরের মধ্যে ভারতে আইফোন বিক্রির পরিমাণ দ্বিগুণ করতে চাইছে অ্যাপল। একই সঙ্গে মধ্যম দামের স্মার্টফোনের বাজারও ধরতে চাইছে তারা। এসব কারণেই নাটকীয়ভাবে আইফোন ৫এসের দাম কমানো হচ্ছে বলে ধারণা করা হয়।

প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষক তরুণ পাঠক বলেন, ভারতের বাজারের জন্য ২৫০ থেকে ৪০০ ডলার বা ১৬ থেকে ২৭ হাজার রুপির স্মার্টফোনের দিকে ঝুঁকছে অ্যাপল। আর, ব্র্যান্ডের মোবাইল কেনার ক্ষেত্রে এই দামের স্মার্টফোনের প্রতিই বেশির ভাগ ভারতীয় গ্রাহকের ঝোঁক থাকে।

সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ১২ লাখ আইফোন ৫এস বিক্রি হয়। ধারণা করা হচ্ছে, বর্তমানে ভারতে ৩৫ লাখ আইফোন ব্যবহার হচ্ছে। অ্যাপল স্মার্টফোনের দাম কমালে এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, বাংলাদেশে আইফোন ব্যবহারকারীর সংখ্যা নেহায়েত কম নয়। আইফোন রিজিওনাল ক্যাটাগরিতে বাংলাদেশের নাম না থাকলেও আমাদের দেশে আই ফোনের ব্যাবহারকারীর সংখ্যা দিনকে দিন বাড়ছে । প্রতিবেশী দেশ ভারতে এবারে দাম কম হবার সুযোগে বাংলাদেশে সেই সংখ্যা আরও অনেক বেশি বাড়বে বলেই ধারনা করা হচ্ছে ।