কারণ ছাড়া বাইরে বের হলেই করোনা রোগীর দাফন ও সেবার দায়িত্ব - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

কারণ ছাড়া বাইরে বের হলেই করোনা রোগীর দাফন ও সেবার দায়িত্ব

Share This
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জ লকডাউন করা হয়েছে। তারপরও নানা অজুহাতে জেলার বিভিন্ন উপজেলার মানুষজন বের হওয়ায় লোকসমাগম হচ্ছে প্রতিনিয়ত। তাই মানুষকে ঘরমুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির। কারণ ছাড়া বাইরে বের হলেই করোনা রোগী দাফন বা তার সেবায় কাজ করতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ‘ইউএনও ছাতক’ নামে ফেসবুকে আইডিতে আজ থেকে যদি কোনো কারণ ছাড়াই কাউকে ঘরের বাইরে পাওয়া যায় তাকে করোনা রোগীর দাফন বা সেবায় নিয়োজিত করা হবে বলে একটি বার্তা দেয়া হয়।

জানা যায়, ইতোমধ্যে সুনামগঞ্জে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার কারণে অনেকটা কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। যার মধ্যে সুনামগঞ্জকে গত শনিবার (১২ এপ্রিল) থেকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। জরুরি কারণ ছাড়া বের না হওয়ার নির্দেশনা থাকলেও মানুষ প্রতিনিয়ত বের হয়ে গণজমায়েত সৃষ্টি করছে। যার কারণে মানুষকে ঘরমুখী করতে অনেকটা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইউএনও।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম কবির বলেন, মানুষ প্রতিনিয়ত নানা অজুহাতে বাইরে বের হচ্ছে। আমরা গেলে তারা ঘরে ফিরে যান, কিন্তু যখন আমরা ফিরে আসি তখন তারা আবার বের হয়ে আসেন। তাই সাধারণ মানুষকে ঘরমুখী করতে কারণ ছাড়া কেউ বের হলে করোনা রোগীর দাফন ও সেবায় নিয়োজিত করা হবে বলে জানিয়েছি।

তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মানুষকে ঘরমুখী করার। মানুষজন করোনাভাইরাসকে গুরুত্ব না দিয়ে ছুটিতে ঘরে না থেকে বাইরে বের হচ্ছে। তাই আমরা কঠোর হয়েছি। দেশকে করোনামুক্ত করতে প্রশাসন একটু কঠোর হবেই।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: