করোনা ভাইরাস: জরুরী বৈঠকে সিলেট বিভাগের শীর্ষ কর্মকর্তারা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

করোনা ভাইরাস: জরুরী বৈঠকে সিলেট বিভাগের শীর্ষ কর্মকর্তারা

Share This
সিলেটে করোনাভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার মৃত্যুর পর জরুরী বৈঠকে বসেছেন সিলেট বিভাগের শীর্ষ কর্মকর্তারা। সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি এ ঊৈাশ ডেকেছেন। বৈঠকে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বৈঠকে সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা: দেবপদ রায় ও সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডলও অংশ নিয়েছেন বলে জানান সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম।

রবিবার ভোর ৪টায় করোনা সন্দেহে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদও হাসপাতাল) ভর্তি যুক্তরাজ্য প্রবাসী মহিলা মারা যান। তার বয়স ৬০ বছর।

এর আগে সিলেটের সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম জানান, প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসাবে সিলেটে করোনাভাইরাসের ঝুঁকি কোনভাবে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: