রাতের সড়কে ঝড়ে গলে তিন প্রাণ, আহত ১০ - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

রাতের সড়কে ঝড়ে গলে তিন প্রাণ, আহত ১০

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..
কক্সবাজারের রামুতে এক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত এবং দশজন আহত হবার খবর পাওয়া গেছে। জানা যায় কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রামুর জোয়ারিয়ানালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

এবিষয় কথা হয় জোয়ারিয়ার নালা ইউনিয়নের চেয়ারম্যান কামালউদ্দিন প্রিন্সের সাথে। তিনি বলেন, চট্টগ্রাম অভিমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার অভিমুখী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্য থেকে একজন মারা যায়।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages