নতুন বছরে তারিখ লিখতে সতর্ক হোন - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নতুন বছরে তারিখ লিখতে সতর্ক হোন

Share This
ব্যাংক, বীমা, ব্যবসা, বাণিজ্য কিংবা চাকরিসহ প্রায় অনেক কাজেই তারিখ উল্লেখ করার প্রয়োজন হয়। নতুন বছরে এই তারিখ লেখা নিয়ে সতর্ক থাকার কথা বলছেন অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচার করছেন যে, ২০২০ সালে তারিখ লেখা নিয়ে সতর্ক থাকতে হবে।

তারা বলছেন, এই বছরটিতে কোনো ধরণের নথিপত্র বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রে পূর্ণাঙ্গ ফরমেটে তারিখ লেখাই ভালো হবে।

উদাহরণ স্বরূপ বলা যায়: ০১-০১-২০২০ বা ৩১-১২-২০২০ বা এ ধরণের অর্থাৎ বছরকে পূর্ণাঙ্গভাবে লেখা।

যারা এর পক্ষে ক্যাম্পেইন করছেন তাদের যুক্তি হলো কেউ যদি ০১-০১-২০ লিখেন তাহলে কোনো অসাধু ব্যক্তি সেটি সহজেই সামনে দুটো শূন্য দিয়ে ০১-০১-২০০০ বানিয়ে দিতে পারবে বা ২০ এরপর যে কোনো দুটি সংখ্যা বসিয়ে দিতে পারবে। ফলে ব্যাংকের চেক বা ব্যবসা বাণিজ্যের কাগজপত্রের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি বা ক্ষতি করার সুযোগ তৈরি হতে পারে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ

কোন মন্তব্য নেই: