আন্তর্জাতিক ডেস্ক:: নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি ৬৭ হাজার ৩৮৫ শিশুর জন্ম হয়েছে ভারতে। ইউনিসেফ বলছে, ১ জানুয়ারি এতো শিশুর জন্ম পৃথিবীর আর কোনো দেশে হয়নি।
সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ১ জানুয়ারি (বুধবার) বিশ্বে মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৩৮৫টি (১৭ শতাংশ) ভারতে, বাংলাদেশে ৮ হাজার ৪২৮টি।
২০২০ সালের প্রথম দিনের প্রথম শিশুটির জন্ম হয় ফিজিতে আর সর্বশেষ শিশুটির জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে।
চিকিৎসকেরা বলছেন, অনেকেই সন্তানের জন্ম দিতে নতুন বছরের প্রথম দিনটিকে বেছে নেন। এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই সিজার করা হয়। তারা মনে করেন, জীবনের সব থেকে বড় খুশির বিষয় হচ্ছে সন্তানের মুখ দেখা, সেটি নতুন বছরের প্রথম দিনে হলে শুভ হয়।
তবে ২০১৮ সালে ২.৫ মিলিয়ন সদ্যোজাত শিশু জন্মের প্রথম মাসেই মারা গিয়েছে। তার মধ্যে এক তৃতীয়াংশ শিশু জন্মের দিনেই মারা গেছে। ফলে সদ্যজাত শিশুদের নিয়ে দুশ্চিন্তাও কিন্তু কম নয়।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন