অসুস্থ কুকুর ছানার প্রতি শিশুর ভালোবাসা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

অসুস্থ কুকুর ছানার প্রতি শিশুর ভালোবাসা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

একটি অসুস্থ কুকুর ছানাকে সুস্থ করার জন্য পরম যত্নে ব্যান্ডেজ করে দিচ্ছেন দুই পথ শিশু। যেটা মানবতার এক দৃষ্টান্তকে তুলে ধরেছে। বিগত কয়েকদিন ধরে এমন ছবি ছড়িয়ে পড়েছে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছোট্ট এই শিশু দু’টির অসুস্থ কুকুর ছানার প্রতি মমতাময় ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

ওই ছবিতে দেখা যায, এক শিশু কুকুর ছানাকে হাঁটুর ওপর বসিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছেন। আর তার পাশে বসে আরেকটি শিশু মনোযোগ সহকারে দেখছেন সেই কাজ। তবে শিশু দুটির পরিচয় বা ছবিটি কোন জায়গায় তোলা হয়েছে তা জানা সম্ভব হয়নি।

ভাইরাল হওয়া ছবিটির নিচে কমেন্ট বক্সে নানা জন নানান ভাবে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন।

সোহানুর রহমান নামে একজন লিখেন, ‘একজন ক্ষুধার্তই বোঝে ক্ষুধার জ্বালা। অসুস্থ কুকুর ছানার প্রতি পথশিশুর ভালোবাসা সত্যি অসাধারণ। বেঁচে থাকুক ভালোবাসা।’

সাদিক ফরহাদ নামে আরেকজন লিখেছেন, ‘বিদেশী কুকুরের প্রতি আকর্ষণ থাকলেও রাস্তার পাশের অবলা কুকুরগুলোর প্রতিও আমাদের ভালোবাসা থাকা উচিত। এই পথশিশু দুটি আমাদের চোখ খুলে দিয়েছে।’

ফারুক হোসেইন লিখেন, ‘এই শিশুরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনুষ্যত্বের কাছে সব কিছুই হার মানে।’

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages