আসন্ন ২০২০ কাতার বিশ্বকাপকে সামনে রেখে এর বাছাইপর্বে গত ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে ওমানের কাছে ৪-১ গোলে হারে লাল-সবুজ জার্সিধারীরা।
আর এই হারের প্রভাব এবার র্যাঙ্কিংয়েও পড়েছে। ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে তিন ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ দল। গত মাসে ৯২০ পয়েন্ট নিয়ে ১৮৪তম স্থানে ছিল বাংলাদেশ দল।
কিন্তু ফিফার নতুন র্যাঙ্কিংয়ে ৯১৫ পয়েন্ট নিয়ে ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে র্যাকিংয়ের শীর্ষ দশে এসেছে একটি পরিবর্তন। ক্রোয়েশিয়া সাত নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে। আর ছয় থেকে সাতে নেমে গেছে পর্তুগাল।
যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। দুই নম্বরে আছে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। তিনে আছে ব্রাজিল। চারে ইংল্যান্ড। পাঁচে আছে উরুগুয়ে। ছয়ে আছে ক্রোয়েশিয়া। সাতে আছে পর্তুগাল। আটে আছে স্পেন। নয় নম্বরে আর্জেন্টিনা এবং দশে আছে কলম্বিয়া।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন