প্রতিনিয়ত বেড়েই চলেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে বাংলাদেশিদের মতো নাজেহাল ভারতের বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দারা। এগুলোর একটি বিহার। প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ১০০ রুপি। অনেক চেষ্টা করেও পরিস্থিতি সামালাতে পারছেন না সরকারি কর্মকর্তারা।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে গিয়ে ৩৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। কিন্তু ক্রেতাদের হুড়োহুড়ি বা হামলা থেকে নিজেদের রক্ষা করতে মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে তাদের। খবর: কলকাতা টাইমসের।
এদিকে বিহার স্টেট কোঅপারেটিভ মার্কেটিং ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে জনপ্রতি দুই কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে ৩৫ রুপি কেজি দরে। তবে কারও বাড়িতে বিয়ে থাকলে তিনি বিয়ের কার্ড দেখিয়ে ২৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
আর এভাবে পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বেশ কয়েকটি জায়গায় ঝামেলা দেখা গেছে। তাই সরকারি কর্মকর্তারা শনিবার হেলমেট পরে বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসেন বলে গণমাধ্যমটিতে ছবিসহ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়।
এ ব্যাপারে রাজ্য সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোড়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সরকার পেঁয়াজ বিক্রি করা কর্মকর্তাদের পুলিশি নিরাপত্তা দেয়নি। তাই এভাবে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরা করেছেন।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন