খতিরা মাদ্রাসার মোবারক র‍্যালী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

খতিরা মাদ্রাসার মোবারক র‍্যালী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

লালাবাজার ইউনিয়নের খতিরা-কৈকুড়িস্থ খতিরা পীর মিয়া চাঁন খাঁ হাফিজিয়া দাখিল মাদ্রাসার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হয়ে জালালপুর হয়ে আবার মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

উক্ত মোবারক র‍্যালিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস-চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মোঃ মাহবুবুর রহমান- সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরে মাদ্রাসার অডিটরিয়াম হলে ঈদে মিলাদুন্নবীর উপর এক আলোচনা সভা ও লতিফিয়া ছাত্র সংসদ কর্তৃক লতিফিয়া কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

IMG_20191110_113555_6

খতিরা গ্রামের বিশিষ্ট মুরব্বি ও সালিশি ব্যক্তিত্ব ও অত্র মাদ্রাসার সভাপতি জনাব সুফি মিয়ার সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক জনাব মাওঃ তারেক আহমেদের পরিচালনায়,

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও খতিরা মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হযরত মাওলানা ফয়জুল আলম, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্টাতা আলহাজ্ব হাফিজ মোঃ ফখরুল ইসলাম সজ্জাদ, মাদরাসা সুপার মাওলানা মোঃ ফখরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ও হযরত শাহজালাল রহঃ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুল মালিক, লালাবাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ও মাদরাসা পরিচালনা কমিটির সহ ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুর রহিম আব্দু, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসাইন, সহসভাপতি আজিজুল কদর আনহার, নেফুর মিয়া মহাজন, লতিফিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা তারেক আহমদ, হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মোঃ রমদ্বান আলী, লতিফিয়া ছাত্র সংসদের ভিপি হোসাইন মিয়া ও জীএস মোঃ সিদ্দিকুর রহমান, ম্যানজিং কমিটির সদস্য নোয়াব আলী, আলহাজ্ব শফিক মিয়া, শেখ কামাল আহমদ, আলামিন আহমদ সোহেল, দক্ষিণ সুরমা উপজেলা তালমীযের সহসভাপতি ছাত্রনেতা নিজাম উদ্দিন, লতিফিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি যথাক্রমে রুবেল আহমদ, হাফিজ হোসাইন আহমদ, হাফিজ মোঃ মিফতাউল ইসলাম, সাবেক জিএস হাফিজ জুবায়ের আহমদ, প্রাক্তন ছাত্র আব্দুল আজিজ মাহতাব, হাফিজ মামুন আহমদ, আলাল আহমদ ও নোমান আহমদ খান প্রমূখ।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages