আয়ারল্যান্ডের মাটিতে আগামীকাল রোববার (০৫ মে) মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। এই সিরিজে অংশ নিবে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিতেও দেখা যাবে সিরিজের ম্যাচগুলো।
সিরিজে প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে। রবিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ডাবল লিগ পদ্ধতিতে প্রথমে একটি দল অন্য একটি দলের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল ফাইনালে খেলবে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম হাসান, ইয়াসির আলী রাব্বী।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ