মাশরাফির আসনে ধানের শীষের প্রার্থীর কর্মীসভায় হামলা - সময়ের সংলাপ24
DHAKA WEATHER

Post Bottom Ad

demo-image

মাশরাফির আসনে ধানের শীষের প্রার্থীর কর্মীসভায় হামলা

Share This
খুব শীগ্রই আমরা Somoyersonglap24.com ওয়েবসাইট নিয়ে আসছি..

নড়াইল-২ মাশরাফির আসনে বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের কর্মিসভায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার স্থানীয় ছাত্রলীগের নেতারা এ হামলা চালায় বলে অভিযোগ করেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের শরীক এনপিপি’র চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের ২০ দলের প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে হামলা করা হয়। আমাদের উপজেলা কার্যালয়ে কর্মীসভা চলছিল। এসময় তারা অতর্কিত হামলা চালায়। অফিসের আসবাবপত্র ভাংচুর করে বলেও অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে ফরিদুজ্জামামান অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুলের নেতৃত্বে ২০/২৫ জন যুবক লাঠি-সোটা নিয়ে অতর্কিতে আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়’। এসময় তারা সন্ত্রাসী কায়দায় অফিসের চেয়ার, টেবিল, ফ্যান ও টেলিভিশন ভাংচুর করে এবং অফিসে টানানো ব্যানার ছিড়ে ফেলে। তিনি এ বিষয়টি জেলা রিটার্নিং অফিসার, পুলিশ সুপার এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানিয়েছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম নজরুল ইসলাম, আকরামুজ্জামান মিলু, বিএনপি নেতা টিপু সুলতান, কাজি সুলতানুজ্জামান সেলিম, যুবদল নেতা মাহমুদ প্রমুখ। লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুল হাসান রাশেদ বিষয়টি অস্বিকার করে বলেন, অফিস ভাংচুরের বিষয়ে আমি কিছু জানি না।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোটের প্রার্থীর শহরের একটি রেস্টুরেন্টে বিকেলে মিটিং হওয়ার কথা ছিল। মিটিং শুরুর আগেই কে বা কারা হামলা চালিয়ে ভাংচুর করে।

-সময়ের সংলাপ২৪/ডি-এইচ
Comment Using!!

Pages