বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে সময়ের সংলাপ২৪’র সম্মানীত পাঠক, লেখক, শুভানুধ্যায়ী,ও বিজ্ঞাপনদাতাদের নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। পুরাতন বছরের জীর্ণতা ও অপূর্ণতাকে পেছনে ফেলে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য অসাম্প্রদায়িক চেতনায় লালিত বাঙালির ঘরে ঘরে আজ উৎসবের আমেজ। এবারের নতুন বছর শুরু হউক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে।
নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে- রবীন্দ্রনাথ ঠাকুরের এই আহ্বান পূর্ণতা লাভের আরেকটি পর্যায়ে উপস্থিত যেন আজ। পহেলা বৈশাখ তাই যুগ যুগ ধরে বাঙালির মননে-মানসে শুধু বিনোদনের উৎস নয়, বৈষয়িক বিষয়েরও আধার’।
‘নতুন বছরের প্রথম দিনে আমরা অতীতের গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধি। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান’। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা। আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
-সময়ের সংলাপ২৪/ডি-এইচ